শিরোনাম
১২ আগস্ট, ২০২০ ২০:১৮

মাদারীপুরে সংঘর্ষ, অর্ধশত ঘর ও দোকান ভাংচুর-লুটপাট

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সংঘর্ষ, অর্ধশত ঘর ও দোকান ভাংচুর-লুটপাট

মাদারীপুর পৌরসভার পাকদী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় পাকদী এলাকার অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। পুলিশ ২ জনকে আটক করেছে। 

জানা যায়, রাত ৯টার দিকে মাদারীপুরের পাকদী এলাকার তুষার সরদারের সাথে পাশের থানতলী এলাকার মিঠুন খলিফার সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ৮ জন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর