১২ আগস্ট, ২০২০ ২২:০৯

বরিশালে শিশু গৃহপরিচারিকাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শিশু গৃহপরিচারিকাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ

বরিশালে এক শিশু গৃহপরিচারিকাকে গরম খুন্তির ছ্যাকাসহ দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দেয়া অভিযোগের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নির্যাতনকারী নারী পালিয়ে যায়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। 

শিশুটির নাম আশা (১৩)। সে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের ডেভিড বিশ্বাসের মেয়ে। গত দুই বছর আগে ওই শিশুটিকে নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনী সড়কের অনিল চৌধুরীর মেয়ে বুলবুল চৌধুরীর বাসায় গৃহপরিচারিকার কাজে দেয় তার বাবা। কাজ শুরুর পর বিভিন্ন সময় তাকে কারণে অকারণে বকাঝকা ও মারধর করতো বুলবুল চৌধুরী। এমনকি গরম খুন্তির দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকাও দেয়া হতো। নির্যাতনে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন হয়। তাকে ঠিকমতো খাবার খেতেও দেয়া হতো না। 

শিশুটিকে অমানবিক নির্যাতন করা হতো এবং বাসা থেকেও বের হতে দেয়া হতো না বলে জানিয়েছেন প্রতিবেশীরা। 

এদিকে অমানবিক নির্যাতনে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলেও এ ঘটনায় মামলা করতে অপারগতা প্রকাশ করেন তার বাবা ডেভিড বিশ্বাস। নির্যাতনকারী বুলবুলের প্রভাবে মামলা করতে ডেভিড বিশ্বাস ভয় পাচ্ছে বলে সন্দেহ পুলিশের। এ কারণে পুলিশ বাদী হয়ে বুধবার বুলবুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। অপরদিকে শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর নিরাপদ আশ্রয়ের জন্য বুধবার পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর