কুড়িগ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দু:স্থ নারীদের স্বাবলম্বী করতে পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক।
এ উপলক্ষে রবিবার সকালে কুড়িগ্রাম পুলিশ সুপারের পুলিশ লাইন্স হলরুমে জেলার ৯ উপজেলার অবহেলিত ও মাদক ব্যবসা থেকে ফিরিয়ে আসা ১৫টি পরিবারের অসহায় দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
কুড়িগ্রাম পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের সহধর্মিনী শাহরিনা জাহানের সভাপতিত্বে দুু:স্থদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করেন রংপুর রেঞ্জের পুনাক সভানেত্রী ও ডিআইজি পত্নী মধুছন্দা ভট্টাচার্য।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ও কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা ও বিভিন্ন থানার ওসি অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন