জাতীয় শোক দিবস উলক্ষে ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরিবারের পরিচিতি ও খুনিদের পরিচিতি তুলে ধরে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোমবার লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে লালমোহন উপজেলা বঙ্গবন্ধু পরিষদ এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীর উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এই প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
বিডি প্রতিদিন/হিমেল