কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম রোকন মিয়া (৫)। সে গোড়কমন্ডল গ্রামের হারান মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, উপজেলার নাওডাঙা ইউনিয়নের চর গোড়কমন্ডল গ্রামে মঙ্গলবার বিকালে বাড়ির পাশে উঠোনে শিশু রোকন মিয়া খেলছিল। কিন্তু সবার অজান্তে তিনি হঠাৎ খেলতে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ পুকুরে ভাসতে দেখে স্বজনরা গিয়ে উদ্ধার করে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ