নেত্রকোনায় হাওরের পরিবেশ ও সম্পদ রক্ষায় আমাদের করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় আইইডির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগের আয়োজনে জেলা প্রেসক্লাব হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির আহবায়ক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসক মো. কাজি আবদুর রহমান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও যুবকরা উপস্থিত থেকে পরামর্শ তুলে ধরেন।
সভায় প্রবন্ধ পাঠ করেন খালিয়াজুরি উপজেলার সাংবাদিক মহসিন মিয়া।
হাওরের সমস্যাগুলো নিয়ে স্থায়ী সমাধানে করণীয় সুপারিশগুলোকে আমলে নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র, জন-উদ্যোগের ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পাল, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, নারী প্রগতির মৃণাল কান্তি চক্রবর্তীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ আবু জাফর