বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখওয়াত হোসেন সফিকের সুস্থতা কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. স্বপ্না চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাবিবা খাতুন, ঝরনা, চামেলী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক, হেফাজত আরা মিরা, সাংগঠনিক সম্পাদক হাসনা খাতুন, নাসরিন রহমান, শহর শাখার সভাপতি বিলকিছ, সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাসি প্রমুখ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ তার দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
বিডি প্রতিদিন/এমআই