মোংলায় চোরাই মোটরসাইকেলসহ নুরনবী হোসেন ওরফে আল আমিন (২০) নামে এক চোরকে আটক করেছে পুলিশ। মোংলা পৌর শহরের কেওড়াতলা এলাকার একটি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার পথিমধ্যে বিকেলে পুলিশ তাকে আটক করে।
মোংলা থানা পুলিশ জানায়, মোংলা পৌর শহরের কেওড়াতলা এলাকার মৃত পিয়ার আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আল মামুনের বাড়ির উঠানে থাকা কালো রংয়ের একটি হিরো হোন্ডা মঙ্গলবার বিকালে চুরি করে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
পরে বাড়ির লোকজন উঠানে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানার এসআই জাহাঙ্গীর আলম ও কার্তিক চন্দ্র পাল তাৎক্ষনিক অভিযান চালিয়ে কেওড়াতলার বটতলা জিরোপয়েন্ট এলাকা থেকে মোটরসাইকেলসহ এক চোরকে আটক করে। এ সময় অপর দুই চোর পালিয়ে যায়।
মোটরসাইকেলসহ হাতেনাতে আটক চোরের নাম হলো নুরনবী হোসেন ওরফে আল আমিন (২০)। নুরনবী সিগনাল টাওয়ার এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় নুরনবী ওরফে আল আমিনসহ পলাতক দুইজনকে আসামি করা হয়েছে। পলাতক দুই আসামি হলেন সিগনাল টাওয়ার এলাকার আলমগীরের ছেলে বাবু হোসেন (২০) ও আন্ধারিয়ার তরিক ইসলামের ছেলে জুয়েল শেখ (১৯)।
বিডি প্রতিদিন/ আবু জাফর