টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে ‘ভার্সিটি সার্কেল মির্জাপুর’ নামে একটি সংগঠন। শুক্রবার সকালে এ উপলক্ষে মির্জাপুর সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, ভার্সিটি সার্কেল মির্জাপুরের সহ-সভাপতি বদর উদ্দিন, মো. সোলাইমান যুগ্ম সম্পাদক মঞ্জুর কাদের, খন্দকার রাহাত হোসেন তুষার সদস্য সাদিকুল ইসলাম প্রমুখ।
মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০০ জন বন্যার্তের মাঝে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা করা হয় বলে উদ্দ্যোক্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সালে “ভার্সিটি সার্কেল মির্জাপুর” নামে সংগঠনটি যাত্রা শুরুর পর থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি নানাভাবে অসহায় মানুষকে সহায়তা করে যাচ্ছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        