১৮ সেপ্টেম্বর, ২০২০ ২১:৫৪

বিএসএফ’র ধাওয়া খেয়ে নদীতে ঝাপ, যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিএসএফ’র ধাওয়া খেয়ে নদীতে ঝাপ, যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছেন আব্দুল আলী ওরফে আদু (৩৫) নামে এক যুবক।

আব্দুল আলী ওরফে আদু আমজনখোর ইউনিয়নের জুগিরহার গ্রামের এজাবুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত (১৮ সেপ্টেম্বর) রাত ৩ টার সময় এ ঘটনা ঘটে বলে জানান আমজনখোর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. আকালু।

তিনি জানান, বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া বিওপির মেইন পিলার ৩৮৩এর ২এস এর আয়রন ব্রিজের নিকট দিয়ে ৭/৮ জন বাংলাদেশী গরু চোরাকারবারি  অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে ভারতের ১৭১ বিএসএফের সোনামতি টহল দল তাদেরকে তাড়া দেয়। এসময় বিএসএফ সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

বিএসএফ সদস্যদের হাত থেকে নিজেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় তারা। কিন্তু সবাই এপারে ফিরে আসলেও নিখোঁজ হয় আব্দুল আলী। পরের শুক্রবার দুপুরে ভারতের ৬০ গজ অভ্যন্তরে আয়রন ব্রিজ এর নিকট আব্দুল আলির লাশ ভেসে উঠে।

শুক্রবার রাত ৯ টা চেয়ারম্যান জানান, যেহেতু গুলি করে হত্যা করা হয়নি আব্দুল আলীকে। এ কারণে বিএসএফ লাশ ফেরত প্রদানে অস্বীকৃত জানিয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর