১৯ সেপ্টেম্বর, ২০২০ ২০:৫৯

বাংলাদেশ প্রতিদিনের খবরে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শনে ডিসি

কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ প্রতিদিনের খবরে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শনে ডিসি

বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করেছেন কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। শনিবার সকালে তিনি এ জাদুঘর চার ঘণ্টাব্যাপী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, উত্তরবঙ্গ জাদুঘর বিষয়ে আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পড়ে বিস্তারিত জেনেছি এবং অনেক তথ্য উপাত্ত রয়েছে সেখানে। এরপর তিনি জাদুঘর পরিদর্শনের ইচ্ছা পোষণ করেন। 

তিনি লিংকন দম্পতির মুক্তিযুদ্ধের এ বিরাট সংগ্রহশালার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,পেশায় আইনজীবী এসএম আব্রাহাম লিংকন যে অত্যন্ত কষ্ট করে ও যত্ন করে দীর্ঘ সময় ধরে স্বাধীনতা যুদ্ধের দুর্লভ সব স্মৃতিচিহ্ন সংগ্রহ করেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসক বলেন, পত্রিকায় যা পড়েছি তার চেয়েও আরো অনেক বিস্তর তথ্য ও সংগ্রহ লক্ষ করেছি। তিনি আরো বলেন, শুধুমাত্র জাদুঘর যে দেখেছি তা নয়। এখানে দেশের ও বিদেশের প্রথিতযশা নাগরিক ও বরেণ্য ব্যক্তিরাও পরিদর্শন করেন। এসব গুণীজনের মন্তব্য আমি পড়েছি এবং তা দেখে সত্যিই আমি মুগ্ধ।

জাদুঘরের উন্নয়নকল্পে কোন উদ্যোগ রয়েছে কিনা সে প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ জাদুঘরটি শুধুমাত্র দর্শক চাহিদাই যে পূরণ করবে তা নয়। এটি কুড়িগ্রামের পর্যটন শিল্পেরও বিকাশ ঘটাবে বলে আমি মনে করি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর