২০ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৮

কুড়িগ্রামে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। অন্যান্য উৎসবের সরকারি ছুটির ন্যায় শারদীয় দুর্গোৎসবের সরকারি ছুটি ৩ দিন করার দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দুলাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রবি বোস, সাংগঠনিক সম্পাদক দীনেশ চন্দ্র রায় কুড়িগ্রাম রাম কৃঞ্চ আশ্রমের সভাপতি উপাধ্যক্ষ উদয় শঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক অমল ব্যানার্জী ও নারী নেত্রী ফাল্গুনী তরফদার প্রমুখ। 

বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দূর্গা পুজার ৫ দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠান ও রীতি আচারের মধ্য দিয়ে পালিত হয়। সেজন্য এ উপলক্ষে সরকারি ছুটি একদিনের পরিবর্তে ৩ দিন করা হোক বলে দাবি জানান তারা।

বিডি প্রতিদিন/আল আমীন

 

সর্বশেষ খবর