২০ সেপ্টেম্বর, ২০২০ ২০:২০

চরফ্যাশনে জোয়ারের পানিতে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে জোয়ারের পানিতে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা ঢল ও আমবশ্যার জো'র প্রভাবে নদ- নদীর পানি বেড়ে ভোলার চরফ্যাশন উপকূল বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

রবিবার বিকেলে মেঘনা নদীর পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আজ রবিবার  সন্ধ্যা নাগাদ তলিয়ে গেছে  চরফ্যাশন উপকূলের  বিস্তীর্ণ জনপদ।
অতিজোয়ারে উপজেলার অন্তত ৫/৬টি নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন চরফ্যাশন উপকূলের বিস্তীর্ণ জনপদের নিন্মআয়ের মানুষ।
সাগর তীরবর্তী দ্বীপ ইউনিয়ন কুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, বাঁধের কাছাকাছি বসবাসরত মানুষের বাড়ি, পুকুর, মাছের ঘের তলিয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।  

চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ড ডিভিশন ২ (পাউবো)এর নির্বাহী প্রকৌশলী জানান, রবিবার বিকাল থেকে মেঘনার  জোয়ারের পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এতে বাঁধের বাইরের নিম্নাঞ্চলের এলাকা প্লাবিত হয়েছে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর