২০ সেপ্টেম্বর, ২০২০ ২০:৫১

মাগুরায় পুলিশকে চুরির তথ্য দেয়ায় দোকানে আগুন, আটক ২

মাগুরা প্রতিনিধি

মাগুরায় পুলিশকে চুরির তথ্য দেয়ায় দোকানে আগুন, আটক ২

চুরির ঘটনায় পুলিশের কাছে তথ্য দেয়ায় মাগুরার মহম্মদপুরের সূর্যকুণ্ডু গ্রামের মাহমুদ শেখ নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তার এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ইব্রাহিম ফকির(৩০) ও হজরত ফকির (৩১) নামে ২ জনকে রবিবার আটক করেছে।

মাহমুদ শেখ জানান, গত ২৮ আগস্ট রাতে সূর্যকুণ্ডু গ্রামের ইকবাল শেখ ও নূরুল শেখ ও তার নিজের ৩টি দোকান চুরি হয়। এ ঘটনায় তাদের পক্ষ থেকে ইকবাল শেখ বাদী হয়ে ইব্রাহিম ফকির ও হজরত ফকির নামে ২ যুবককে আসামি করে মহম্মদপুর থানায় মামলা দেয়। এই মামলার তদন্তে এলে মহম্মদপুর পুলিশকে কিছু তথ্য দেন তিনি। এই তথ্য দেয়ার পর থেকে ইব্রাহিম ও হযরত তাকে নানাভাবে হুমকী দিয়ে আসছিল। এর এক পর্যায়ে গত শনিবার রাতে তার দোকানে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার ধারণা পূর্বশত্রুতার জের ধরে ইব্রাহিম ও হজরত ফকির এ ঘটনা ঘটিয়েছে। 

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারক বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ইব্রাহিম ফকির ও হজরত ফকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর