আসন্ন শীত মৌসুমে করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণের বার্তা মাথায় রেখে ফরিদপুুরের বোয়ালমারী উপজেলায় করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও ঝোটন চন্দের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু ছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ও সকল ইউনিয়ন চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী শীত মৌসুমে করোনা ভাইরাসের মহামারি বিস্তাররোধে সকলের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, সকল স্থানে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা, হাটবাজারসহ জনসমাগমস্থলে লিফলেট বিতরণ, সচেতনতামূলক মাইকিং প্রভূতি কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        