২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৮:১৩

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে তরুণীর শ্লীলতাহানির প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে তরুণীর শ্লীলতাহানির প্রতিবাদ

কাশবনে ঘুরতে আসা এক পর্যটক তরুণীকে শ্লীলতাহানির ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে সাড়ে ৪টার দিকে শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশে হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সেবালক্ষে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাত মো. মঈন। স্বাধিকার নিউজ পোর্টালের সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বক্তব্য দেন বিডি ক্লিনের জেলা সমন্বয়ক সোহান মাহমুদ, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার, কওমি ব্লাড ব্যাংকের সদস্য মাওলানা রেদওয়ান আনসারী প্রমুখ। 

বক্তারা, অসামাজিক ও আপত্তিকর কর্মকাণ্ডে জড়িতকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
 

উল্লেখ, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট এলাকার একটি কাশবনে ঘুরতে গিয়ে স্থানীয় এক বখাটের কাছে শ্লীলতাহানীর শিকার হন এক তরুণী। ওই তরুণীকে শ্লীলতাহানির একটি ভিডিও বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শহরজুড়ে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় জড়িতকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন আমরাই ব্রাহ্মণবাড়িয়ার “উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া” নামের ফেসবুক পেজে ওই তরুণীর শ্লীলতাহানির  ভিডিওটি পোস্ট করা হয়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ফেসবুক পোস্টে বখাটেদের একজনের নাম রহিম বলে উল্লেখ করা হয়েছে।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর