২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৫

কসবায় ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবায় ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজ। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তারা ধর্ষণ মামলার আসামি ওবায়দুল্লাহ ও সাইফুল ইসলাম তুষারকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সদস্য আবুল কালাম আজাদ, আবদুল হান্নান, পৌর কাউন্সিলর আবু জাহের, ওডিপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চু, প্রবীণ আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদুল্লাহ, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান, কবি আবুল কালাম আজাদ, সিডিসি স্কুল সমন্বয়ক তাছলিমা আক্তার কাকলী, সহ-প্রধান শিক্ষক সন্ধ্যা রানী ও দুই মামলার ভিকটিম।

বক্তারা সারা দেশে সকল ধর্ষণ ঘটনায় আসামিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রীর নিকট জোর দাবি জানান।

উল্লেখ্য, উপজেলার বিশারাবাড়ী মসজিদের সাবেক ইমাম আরবি পড়ানোর নামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

অপরদিকে, সাইফুল ইসলাম তুষার কলেজের এক ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া যায়। তবে দুই ভুক্তভোগীর পরিবার মামলা করলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর