কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে জন্মদিন পালন করে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী (সাবেক এমপি) ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যরা অংশ নেন।
এরপর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একটি আনন্দ র্যালি দলীয় অফিস থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয়।
এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় কর্মসূচির অংশ হিসেবে উলিপুরে দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জন্মদিন পালন করা হয়।
উপজেলার ঐতিহ্যবাহী কাজির মসজিদে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এমএ মতিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই