সাভারের আশুলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সুমন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান সাহাদাৎ হোসেন খান, আওয়ামী লীগের নেতা বশির আহমেদ ভূইয়া, আওয়ামী লীগের নেতা ফজলুল হক মীর, যুবলীগ নেতা ছাফর শেখ, সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন উপজেলা আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি আতিক পাটয়োরী, সানাউল্লাহ ভূঁইয়ার, যুবলীগ নেতা রুবেল আহমেদ, যুবলীগ নেতা উজ্জল ভূইয়ার প্রমুখ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪ পাউন্ডের কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন