গাজীপুর জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি'র যৌথ উদ্যোগে 'তথ্য অধিকার সংকটে হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে'- শীর্ষক শ্লোগানে নানা কর্মসুচির মধ্য দিয়ে গাজীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল আলোচনাসভা, ভিডিও ড্রামা প্রদর্শনী এবং সচেতনতামূলক ক্যাম্পেইন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সার্জন ডা: খায়রুজ্জামান, সনাক সদস্য প্রফেসর এম এ বারী, মুকুল কুমার মল্লিক, সনাকের সহ-সভাপতি মো: হাসান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সনাক, স্বজন সদস্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ