৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৯:১২

রাজবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীতে জেলা পর্যায়ের সাংবাদিকদের অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আজ বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

কর্মশালায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নুশরাত সুলতানা।

এ সময়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ইপিআই কেন্দ্র সমূহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১২ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রসঙ্গত, এবার জেলার ৫টি উপজেলার ৩টি পৌরসভা ও ৪২টি ইউনিয়নের ১ লাখ ৩২ হাজার ২৪৩ জন শিশুর ক্যাপসুল খাওয়ানো হবে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর