ঢাকা জেলার আশুলিয়া মধ্যগাজী চট এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম-এর এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ উগ্রবাদী কাগজপত্র জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম মো. মাহবুবুর রহমান (৩৯)।
বুধবার বিকেলে র্যাব-১১-এর সিনিয়র এএসপি সুুুুমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, জঙ্গি সংগঠনের এই সদস্য সন্ত্রাসবিরোধী আইনে তদন্তাধীন মামলার আসামি। গ্রেফতার আসামির বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কাশিনাথপুর গ্রামে।
অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী লেখকের বক্তব্য শুনে উগ্রবাদের দিকে ধাবিত হয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি) এ যোগ দেন। এখানে সে দাওয়াতী শাখার সমন্বয়কারী হিসেবে কাজ করতো।
র্যাব আরও জানায়, গ্রেফতার আসামি তার সংগঠনের সদস্য বাড়ানোর জন্য অসংখ্য ভুয়া ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ও মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করতো। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/এমআই