বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সকল ধর্মের মানুষের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। সকল ধর্মের মানুষ আজ ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন ধর্মের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে পালন করছে। রাষ্ট্রের প্রতি সকলকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। শেখ হাসিনা সরকার গরীব মানুষের সরকার। এই সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তখন সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। কৃষক তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায়।
তিনি বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা পৌর এলাকায় বঙ্গবন্ধু চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মোহাম্মদ জিয়াউল করিম শ্যাম্পু, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, সহসভাপতি শাহিদুল বারী খান রব্বানী, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী খন্দকার প্রমুখ।
এছাড়া তিনি সকালে উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া মাঝিপাড়া এলাকায় নদীভাঙন স্থান পরিদর্শন, ভেলুরপাড়া কাশিয়াবাড়িতে মন্দিরের উদ্বোধন ও সোনাতলার রাম নারায়ন বিহানী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
বিডি প্রতিদিন/আল আমীন