বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জম্মবার্ষিকীতে লক্ষ্মীপুরে “আমি রাসেল বলছি” শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রায়পুর শহরের একটি রেস্তোরাঁয় ‘আমরা ক’জন মুজিব সেনা’ সংগঠন জেলা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির অংশ বিশেষ ব্যাতিক্রমী এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন, সংগঠনের জেলা শাখার সদস্য সভা পরিচালনাকারী কবি মুজতবা আল মামুন, সাবেক ছাত্রলীগ নেতা আবু তালেব হালান, মামুনুর রশীদ, বাবু, ছাত্রলীগ নেতা শান্ত পাটোয়ারী প্রমুখ।
সভায় বক্তারা ধর্ষণ, নারী নির্যাতন, মাদক ও সন্ত্রাসকে না বলাসহ নতুন প্রজম্মকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্ন ও শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে তার হাতকে শক্তিশালী করা এবং শেখ রাসেলের খুনিসহ ৭৫ এর খুনিদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল