কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কটিয়াদী উপজেলার চরিয়াকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাজিতপুর উপজেলার বিলপাড় গজারিয়া গ্রামের মাসুম মিয়ার স্ত্রী স্মৃতি আক্তার (২০) ও তার শ্বশুর কুতুব উদ্দিন (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর কুতুব উদ্দিন তার পুত্রবধূ স্মৃতি আক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে বিলপাড় গজারিয়া থেকে কটিয়াদী যাচ্ছিলেন। এসময় চরিয়াকোনা এলাকায় পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্মৃতি আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত হন শ্বশুর কুতুব উদ্দিন। পরে ঢাকায় নেওয়ার পথে কুতুব উদ্দিনও মারা যান।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস ছোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই