দিনাজপুরের নবাবগঞ্জে টাকার লোভ দেখিয়ে ৭ থেকে ৯ বছর বয়সী ৩ কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গোলজার মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার কুশদহ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছে।
আটক গোলজার মিয়া নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের খালিপপুর সৈনিক পাড়া গ্রামের মো. আ. কাদেরের ছেলে।
পুলিশ ও শিশুদের অভিভাবকরা জানান, ৩ শিশুকে বেশ কিছুদিন যাবত ১০ থেকে ২০ টাকা দিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করত গোলজার। একপর্যায়ে প্রতিবেশী এক ব্যক্তি ঘটনা দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়।
রবিবার সকালে গ্রামের লোকজন গোলজারকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে। নবাবগঞ্জ থানার পরিদর্শক অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই