১৯ অক্টোবর, ২০২০ ১৯:৪৭

ফেলে যাওয়া পলিথিন ব্যাগে ছিল ২০ হাজার ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

ফেলে যাওয়া পলিথিন ব্যাগে ছিল ২০ হাজার ইয়াবা

কক্সবাজারে টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ফেলে যাওয়া পলিথিন ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় মাথায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি পলিথিন ব্যাগ নিয়ে দুইজন ব্যক্তি গ্রামের দিক হতে রাস্তার দিকে আসতে থাকে।

এসময় মাদক কারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে একটি পলিথিন ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো একটি পলিথিন উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়। পরে পলিথিন খুলে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত এসব ইয়াবা পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর