২০ অক্টোবর, ২০২০ ১১:১১

নেত্রকোনায় উপ নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় উপ নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

নেত্রকোনার পুর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়ন পরিষদে শুধু চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫ টা পর্যন্ত। উপ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে প্রার্থীদের সকলেই ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। একজন নৌকার প্রার্থী ছাড়া বাকী ১০ জনই স্বতন্ত্র এবং আওয়ামী লীগের নেতাকর্মী। 

ইউনিয়নে ৩৮টি গ্রামের ৯টি ভোট কেন্দ্রে এ ভোটগ্রহণ চলছে। নাগাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে সবচেয়ে ভোটার সংখ্যা বেশি হওয়ায় উপস্থিতির সংখ্যা ভালো। উৎসব মুখর পরিবেশে ভোটারটা ভোট প্রদান করতে আসছেন। নারীদের উপস্থিতিও মোটামুটি চোখে পড়ার মতন। ইউনিয়নে মোট ২১হাজার ৯শ’ ২৫জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩শ’ ৫০জন ও মহিলা ভোটার ১০হাজার ৬শ’ ৫ জন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তৎপর।

উল্লেখ্য, গত ৩ মে ইউনিয়নটি চেয়ারম্যান নুরুল আমীন খান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়ে যায়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর