২০ অক্টোবর, ২০২০ ১৬:০৮

রংপুরে বেশি দামে আলু বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বেশি দামে আলু বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

রংপুরে আলুর বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে গঙ্গচড়া উপজেলায় বেশি দামে আলু বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব জানায়, বেশি দামে আলু বিক্রির সংবাদে গঙ্গাচড়া উপজেলায় নির্বাহী ম্যাজিস্টেট আবু সাইদের সহায়তায় র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় ছালাপাক এলাকার আলু ব্যবসায়ী সুলতান মাহামুদের ছেলে ইউনুস আলী এবং ময়নাকুটি এলাকার সোলায়মান মিয়ার ছেলে আব্দুল হালিমকে ধার্য মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

উল্লেখ্য, সরকারি হিসেবে প্রতি কেজি আলুর উৎপাদন, পরিবহণ এবং সংরক্ষণ বাবদ খরচ পড়ে মাত্র ১৬ টাকা। অথচ মজুদদার ব্যবসায়ীরা ৪০ থেকে ৪৫ কেজি দরে আলু বিক্রি করছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর