শিরোনাম
২০ অক্টোবর, ২০২০ ২২:০৫

গুরুদাসপুরে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:

গুরুদাসপুরে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে মানববন্ধন

সড়কের দুই কিলোমিটার অংশে হাঁটু পানি জমে আছে। ফলে এই সড়ক দিয়ে যাওয়া আসার সময় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগরসহ কয়েকটি গ্রামের ৩০ হাজার মানুষের। এই দুরবস্থা থেকে মুক্তি পেতে মঙ্গলবার সকালে এলাকাবাসী হাঁটুপানিতে মানববন্ধন করেছেন। 

অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করে। মাছবাহী কমপক্ষে ৫০টি ট্রাক এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। অথচ এই সড়কের দুই কিলোমিটার অংশে হাঁটুপানি জমে আছে। ফলে এই সড়ক দিয়ে যাওয়া আসার সময় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর