শিরোনাম
২১ অক্টোবর, ২০২০ ১০:১২

রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা-ইয়াবাসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা-ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এক জাল টাকা সরবরাহকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-১৬ এর কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মো. হেমায়েতুল ইসলাম।

তিনি জানান, উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল হকের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়। এসময় ৫ হাজার টাকার জালনোটসহ মো. সেলিম (২৭) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। তিনি ২২ নাম্বার ক্যাম্পের ডি-১ ব্লকের আলি আহমদের ছেলে।

একই অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ মো. রিদুয়ান (২৬) ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে (২৩) আটক করা হয়। তারা দু’জনই রোহিঙ্গা। তারা ২২ নাম্বার ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করে আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর