২১ অক্টোবর, ২০২০ ১৯:২৮

‘ত্যাগী নেতাদের কৃষক লীগে স্থান দেয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

‘ত্যাগী নেতাদের কৃষক লীগে স্থান দেয়া হয়েছে’

বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধ-৩ (সাদুল্লাপুর-পশাশবাড়ী) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতি বলেছেন, দেশের প্রতিটি জেলা থেকে ত্যাগী, পরীক্ষিত এবং নবীন-প্রবীণের বাংলাদেশ কৃষক লীগের পূর্নাঙ্গ কমিটিতে স্থান দেয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদন নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়। কৃষক লীগকে সুসংগঠিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট ভূমিকা রেখেছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

বুধবার দুপুরে বগুড়া পর্যটন মোটেলে জেলা কৃষক লীগের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 
বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের নবনির্বাচিত কৃষি ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আজমল হোসেন। 

সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহসভাপতি আনোয়ার পারভেজ বাবু, আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম সাগর, বকুল আহম্মেদ, মিজানুর রহমান মিজান প্রমুখ। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর