২৪ অক্টোবর, ২০২০ ১৬:৪৭

নেত্রকোনায় পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পৌর শহরের নাগড়ায় নদীর তীরে এই কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ ২০২০ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

আলোচনা শেষে নদী তীরবর্তী স্থানে বৃক্ষ রোপণ করেন তিনি।

এসময় পানি উন্নয়ন বোর্ডের সকল উন্নয়নমূলক কাজ স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চলছে বলে জানান সচিব। আগামী তিনদিন জেলার বিভিন্ন নদ নদী ও হাওরাঞ্চল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মন্টু কুমার বিশ্বাস, জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামানসহ আরো অনেকেই।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর