২৪ অক্টোবর, ২০২০ ২৩:৪৯

শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে হামলা

মাদারীপুর প্রতিনিধি:

শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে হামলা

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে হামলা চালিয়েছে এক দল জেলে ও দুর্বৃত্তরা। এসময় শিবচর থানার ৪ পুলিশসহ জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি আহত হয়েছেন। শনিবার রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান বলেন, পদ্মা নদীর শিবচর উপজেলা চরজানাজাত নদীতে একদল জেলে জাল ফেলে মা ইলিশ ধরার চেষ্টা করছে- এ খবরে অভিযান পরিচালনা করি। এসময় দুর্বৃত্তদের ছোড়া একটি মাটির খন্ড আরডিসি মাহবুবুল হকের মাথায় এসে পড়লে তিনি আহত হন।এছাড়াও অভিযানে অংশ নেওয়া চার পুলিশ সদস্য আহত হয়েছে।

এদিকে সন্ধ্যার দিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্ব মাদারীপুর সদর ও শিবচর থানা পুলিশ, আনসার, কোস্টগার্ডের প্রায় অর্ধশতাধিক সদস্য একযোগে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান ও মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যজিষ্ট্রেট আল মামুন উপস্থিত ছিলেন। 
অভিযানে ফরিদপুরে সালতা উপজেলা থেকে মাছ ক্রয় করতে আসা তিন যুবককে মাছসহ আটক করা হয়েছে।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর