২৬ অক্টোবর, ২০২০ ১৫:০১

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জ রেল লাইন সড়কে গরু বাঁচাতে গিয়ে আছিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার সকালে জেলার মোহনগঞ্জ উপজেলার অতীতপুর এলাকায় মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া বিরমাপুর পানুর এলাকায় রেল লাইনের পাশেই মেয়ের বাড়িতে বেড়াতে আসেন বৃদ্ধা আছিয়া। মেয়ে একটি গরুও পালতেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও রেল লাইনের উপর স্লিপারের হুকের সাথে গরুকে বেধে রেখেছিলেন। কিন্তু গরুর দড়িটি প্যাঁচ লেগে গেলে ওই সময় ট্রেন আসতে থাকায় গরুকে বাঁচাতে এগিয়ে গয়েছিলেন তিনি।

সকাল ১০টার দিকে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ গামী ২৬২ নং ডাউন লোকাল ট্রেনটির নিচে কাটা পড়ে তিনি নিজেই নিহত হন।
আছিয়া বেগম উপজেলার পলেহা গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আছিয়া বেগম বেশ কিছু দিন আগে উপজেলার পানুর গ্রামে মেয়ে নার্গিসের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে নিহতের মেয়ের গরু রেল লাইনের হুকের সাথে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখা ছিল।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ূয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে উর্ধ্বতনের সাথে কথা বলেছি। নিহত বৃদ্ধার মেয়ে নার্গিস এ ঘটনা নিজের চোখে দেখেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর