২৭ অক্টোবর, ২০২০ ২১:১৮

ভাঙ্গায় গাঁজাসহ আটকের পর নারীসহ দুইজনের কারাদণ্ড

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ভাঙ্গায় গাঁজাসহ আটকের পর নারীসহ দুইজনের কারাদণ্ড

ভাঙ্গায় ৪০০ গ্রাম গাঁজাসহ আটকের পর নারীসহ দুইজনকে তিন মাস করে স্বশ্রম কারাদণ্ড ও নগদ পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রকিবুর রহমান খান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মোসলেম শেখের ছেলে মো. কামাল শেখ (৩৯) এবং একই গ্রামের আবুল শেখের স্ত্রী মোসেদা বেগম (৩৮)। 

আদালত সূত্রে জানা যায়, বিকেল ৪ টার দিকে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ওই দুজনকে আটক করে ফরিদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

ইউএনও মো. রকিবুর রহমান খান বলেন, আর্থিক জরিমানাসহ ওই দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়। তবে আর্থিক জরিমানা তারা তাৎক্ষণিক পরিশোধ করেন। পরে তাদের জেলা কারাগরে পাঠিয়ে দেওয়া হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর