২৮ অক্টোবর, ২০২০ ২০:২৪

নাঙ্গলকোটে অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ বিতরণ

লাকসাম কুমিল্লা) প্রতিনিধি

নাঙ্গলকোটে অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ বিতরণ

কুমিল্লার লাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ, শতাধিক গরীব-অসহায় পরিবারের মধ্যে মাঝে সেলাই মেশিন, টিউবওয়েল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার পেরিয়া বাজার ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শাকিল মুন্সি। প্রধান বক্তা ছিলেন পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার।

পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির অর্থ সম্পাদক হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ হামিদ, এবিএম আবুল কাশেম, অধ্যাপক শাহজাহান, পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হোসেন মজুমদার, পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির উপদেষ্টা ডা. সায়েদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন মফিজুর রহমান মজুমদার, মাস্টার ইসমাঈল হোসেন মজুমদার, মাওলানা আব্দুল মালেক, আব্দুল বারিক, মাস্টার ইব্রাহিম, দ্বীন মুহাম্মদ, মজিবুর রহমান মজুমদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির বাংলাদেশ প্রতিনিধি খোরশেদ আলম, ওবায়দুল্লাহ বাবলু ও আবদুল জলিল। সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক গরীব-অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, টিউবওয়েল, নগদ অর্থ ও অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর