বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ১৩ লাখ ৯২ হাজার পিস নকল ব্যান্ড রোল উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় শহরের বাদুড়তলা প্রেসপট্টিতে অভিযানকালে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় মধ্যপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ ইসলাম (২৬), নিশিন্দারা মধ্যপাড়া এলাকার আনিছার সাকিদারের ছেলে জহুরুল ইসলাম (৩৮), জয়পুরহাট জেলার কালাই উপজেলার ভোগইল পশ্চিমপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে ছানোয়ার হোসেন (৩৫)।
বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া শহরের বাদুরতলা চকযাদু রোড প্রেসপট্টির স্বপন সরদারের ছাপাখানা থেকে এসব ব্যান্ড রোল উদ্ধার করা হয়। এসময় ব্যান্ড রোল তৈরির ২টি ডাইস ও প্লেটসহ ৩ জন আটক করা হয়। আটক ৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে তাদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        