শিরোনাম
২৯ অক্টোবর, ২০২০ ১৯:৪৭

ধুনটে ফুটপাতে উচ্ছেদ অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধুনটে ফুটপাতে উচ্ছেদ 
অভিযানে জরিমানা

বগুড়ার ধুনট পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে তিন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, ধুনট শহরের প্রধান সড়কের দুপাশে ফুটপাত দখল করে অনেকে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ কারণে প্রায়ই সড়কে যানজট দেখা দেয়। এতে সড়কে চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এজন্য ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখলকারীদের দোকান ও মালামাল উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনাকালে ধুনট বাজারের ফল ব্যবসায়ী জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন ও মঞ্জিল হোসেনকে ২০০৯ সালের পৌরসভা আইনের এর ১০৯ ধারায় ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর