জেলহত্যা দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং সকাল সোয়া ৮টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল প্রমুখ।
অপরদিকে বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা. এসএম মিল্লাত হোসেন, মুক্তিযোদ্ধা সামছুল আলম, মির্জা আহসান হাবিব দুলাল, কবি আজিজার রহমান তাজ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর