বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, যদি কেউ সত্যিকারভাবে দেশকে ভালোবাসে, যদি মনে করে-তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী, বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী, তাহলে দেশে বিদ্বেষের রাজনীতির পরিবেশ সৃষ্টি করতো না। যারা বাংলাদেশে বিভেদ-বিদ্বেষ সৃষ্টি করছে, আমি তাদের প্রতি আবেদন করব... বাংলাদেশকে ভালোবাসতে শিখুন। দেশ ও দেশের মানুষকে ভালোবাসলে বাংলাদেশে আর কোনো কোন্দল হবে না।
তিনি বলেন, বিগত কয়েকদিনে দেশে যে ঘটনাপ্রবাহ দেখেছেন, সে সম্পর্কে কোনো কিছু বলার ভাষা আমার জানা নেই। আমি সেই ঘটনার ব্যাখ্যা করতে পারি, নিন্দা করতে পারি, যুক্তি দিতে প্রমাণ করতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি শুধু বলব, আপনারা সঠিক পথে ফিরে আসুন।
এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ না। আমি কী বলতে চাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে।
বিডি প্রতিদিন/কেএ