জেলহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শোক র্যালি করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল।
জাতীয় চার নেতার ছবি সংবলিত ফেস্টুন ও কালো পতাকা হাতে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা র্যালিতে অংশ নেন। এর আগে শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/আবু জাফর