নাটোরে দুই জন ভুয়া চিকিৎসককে জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের কানাইখালি উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করে।
অনুমোদন ছাড়াই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দিয়ে আসছিল হেলথ কেয়ার সেন্টারটি। এছাড়া সেখানকার দুই ভুয়া চিকিৎসক মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক দাবী করে চিকিৎসা প্রদান করছিল। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোমা খাতুন ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর চিকিৎসক হুমাইয়ারা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার