নীলফামারীর জলঢাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগে ইয়াকুব আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কৈমারী ইউনিয়নের পাটোয়ারী পাড়া এলাকার মৃত মহদ্দি মামুদের ছেলে।
এর আগে ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে ধর্ষকের নামে জলঢাকা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন সোমবার দুপুরে হত-দরিদ্র ওই বাক প্রতিবন্ধী গৃহবধূ বাড়ির পাশে বাঁশঝাড়ে পাতা কুড়াতে গেলে অভিযুক্ত ইয়াকুব তাকে পার্শ্ববর্তী ধানক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনাটি ওই গৃহবধূর স্বামী দেখতে পেলে অভিযুক্ত ইয়াকুব পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর