লৌহজংয়ে প্রায় সাড়ে ৭ মেট্রিক টন মা ইলিশ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। সোমবার (২ নভেম্বর) রাতে লৌহজংয়ের কলমা ইউনিয়নের ডহরি গ্রামের সেন্টু সর্দারের বাড়ি থেকে নিষিদ্ধি মা ইলিশের এ বিশাল চালান উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লৌহজং উপজেলা সহকারী কশিমশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদে সেন্টু সর্দারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকলে সেখানে ৫৯টি ককসিটের মুখবন্ধ বাক্স পাওয়া যায়। বাক্সগুলোতে প্রায় সাড়ে সাত মেট্রিক টন মা ইলিশ পাওয়া যায়। যা বর্তমান বাজার মূল্য অর্ধকোটি টাকা। এ অভিযানের সময় মজুদকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার