‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে পৌর এলাকার কয়েকটি সড়কে এক শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা হয়।
এতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.এইচ.এম লুৎফুল কবির, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার প্রমুখ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ