গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মামলা দায়েরের পর গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তির নাম এছহাক মিয়া ওরফে কালাম (৫০)। তিনি পঞ্চগড়ের দেবীধস থানার হাতিডোবা এলাকার মৃত শুকুর মিয়ার ছেলে।
ওই শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, কালাম কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার শহীদুল ইসলামের বাড়িতে ভাড়া বাসায় থেকে কাঁচামাল ও মুদির দোকান করে আসছিলেন। গত ২৯ জুলাই দুপুর ২টার দিকে ভুক্তভোগী শিশু ওই ব্যক্তির দোকানে কাঁচামাল কিনতে যায়। পরে তার দোকান বন্ধ দেখতে পেয়ে সে দোকানদারকে ডাকতে তার ভাড়াটে বাসায় ঢোকে।
এসময় একা পেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় কালাম। পরে শিশুটি কৌশলে সেখান থেকে দৌড়ে বাড়ি চলে যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মাতবররা গত রবিবার কালামকে মারধর ও ২০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
কিন্তু ধামাচাপার বিষয়টি জানাজানি হলে গত বুধবার রাতে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই শিশুর ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে দুপুরে গ্রেফতার কালামকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযুক্ত কালামকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই