পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে উপজেলার মহিপুর থানা আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য রালি, আলোচনা সভা, কেককাটা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও যুলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজরুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মহিপুর থানা যুবলীগ নেতা কর্মীরা।
স্থানীয় যুবলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শেষে মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র কর্মময় জীবনি নিয়ে আলোচনা করেন।
সভা শেষে কেক কেটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নেতা কর্মিদের মাঝে মিষ্টি বিতরন করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চলনা করেন মহিপুর থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাসুদ মোল্লা।
এ সব অনুষ্ঠানে মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক আকন্দ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, ধুলাসার যুবলীগের সভাপতি জিল্লুর রহমান কিশোর, কুয়াকাটা পৌর যুবলীগের আহ্বায়ক শেখ ইসহাক, মহিপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফেরদৌস হাং, ডালবুগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বেল্লাল খলিফা, মহিপুর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহরিয়া সুমন, যুবলীগ নেতা নাসির উদ্দিন, বশির হাং, ছিদ্দিক মোল্লা সহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন