কুমিল্লার বরুড়া উপজেলার কলেজছাত্র সাদ্দাম হোসেন হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্য দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক রোজিনা খাঁন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মোড্ডা গ্রামের আলী মিয়ার ছেলে মো. মাছুম মিয়া (৩০)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মোড্ডা গ্রামের মইফুল মিয়ার ছেলে হালিম মিয়া (২৮) ও ছোট বারেরা গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. অহিদ মিয়া (৩২)। সাজাপ্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, বরুড়ার কানাইল গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। বাবা আনোয়ার হোসেন বিত্তশালী। ছেলে সাদ্দাম হোসেনের কাছে প্রায়ই চাঁদা দাবি করতো বরুড়া উপজেলার মোড্ডা গ্রামের মো. মাছুম মিয়া, হালিম মিয়া ও মো. অহিদ মিয়া। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর দুপুরে বাড়ি ফেরার সময় সাদ্দাম হোসেনকে গুলি করে আসামিরা। বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তিনজনের নামে বরুড়া থানায় মামলা দায়ের করেন সাদ্দাম হোসেনের বাবা আনোয়ার হোসেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন সাদ্দামের বাবা আনোয়ার হোসেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের আটকের দাবিও জানান তিনি।
পলাতক আসামিদের আটকের বিষয়ে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের আটকের বিষয়ে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
বিডি প্রতিদিন/আল আমীন