ময়মনসিংহের ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হযরত আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত হযরত আলী উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে বীজধান রোপণ করতে গেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মশিকুর রহমানসহ ৪-৫ জন হযরত আলীর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হামলায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় হযরত আলীকে উদ্ধার করে।
পরে তাকে অটোরিকশাযোগে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওইদিন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের ভাতিজা নজরুল ইসলাম বাদী হয়ে ধোবাউড়া থানায় পাঁচজন ও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এমআই